Commentaires récents

Cadence Owens
learn about the welfare system, this quote is dumb and ineffectual.

Chickendub
what is the spelling in this quote omg

Ujjwal
I don't have that on my keyboard...

National Alliance
Just the phrase "unvarying climate of the tropics" shows how colossally ignorant the speaker is.

Fwuits
Honestly, true, it's so nice to have this distraction that just turns off your brain …

Plus

Citations

Ajouter une citation

Citations récentes - Meilleurs citations - Pires citations -

গৌরব সূত্রধর - পিএইচপি
পিএইচপি একটি সার্ভার সাইড স্ক্রিপটিং ল্যাংগুয়েজ। এটি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। ৭০% এর বেশি ওয়েবসাইট পিএইচপি দ্বারা চলে। ২০ মিলিয়নেরও বেশি ওয়েবসাইট ও ১ মিলিয়ন ওয়েব সার্ভারে পিএইচপি ব্যবহৃত হচ্ছে। পিএইচপি এর পূর্ণ রূপ পার্সোনাল হোম পেজ। ডাইনামিক ওয়েব পেজ তৈরি করার জন্য পিএইচপি বহুল ব্যবহৃত।এই ভাষাতে এসকিওএল ডাটাবেস, ফাইল প্রসেসিং, অবজেক্ট ওরিয়েন্টেশন, ফ্রেমওয়ার্ক ইত্যাদি সুবিধা রয়েছে।পিএইচপি এইচটিএমএলের সাথে ব্যাবহার করা যায়।.

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট - পটভূমি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ইতিহাস শতাধিক বছরের। ১৮৮০ সালের ফেমিন কমিশন রিপোর্টের ভিত্তিতে একটি ছোট্ট শাখা হিসেবে 'বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্টের' এর অধীনে এর যাত্রা শুরু হয়। বস্তুতপক্ষে উপমহাদেশের এই অঞ্চলে (বর্তমান বাংলাদেশ) সরকারি পর্যায়ে কৃষি কর্মকান্ডের সূত্রপাত এখান থেকেই। এভাবে কৃষি বিভাগের সূচনা হলেও এতে গবেষণার সুযোগ তেমন ছিল না বলা যায়। গবেষনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন কৃষি বিভাগকে ল্যান্ড রেকর্ড ডিপার্টমেন্টের আওতামুক্ত করে একে আলাদা মর্যাদা

আলিম আহম্মেদ - টিআইবির প্রতিবেদন
তখন বারবার বলা হয়েছে যে এই প্রতিবেদনটি বাংলাদেশ-ভিত্তিক সংস্থা টিআইবির নয়, বরং বার্লিন-ভিত্তিক সংস্থা টিআয়ের এবং এই প্রতিবেদন তৈরিতে টিআইবির কোনো ভূমিকা নেই। কিন্তু সেসব কথা কানে তোলেনি কেউই। অপরদিকে, সিপিআই প্রতিবেদন প্রকাশের পর বিএনপির বাঁধভাঙা উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। তারা এই প্রতিবেদনটিকে আওয়ামী লীগ বিরোধী প্রচার -প্রচারণার সবচেয়ে খাঁটি প্রমাণ হিসাবে ধরে নেয়। টিআইবির প্রতি সেইসময়ে বিএনপির প্রশংসারও কোনো অন্ত ছিল না।.

gourab
এইচআরএসএসের হিসাবে ভোটের আগের দিন পর্যন্ত বিভিন্ন জেলায় সহিংসতায় অন্তত সাতজন নিহত হন। ৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন সহিংসতায় মুন্সিগঞ্জ, বরগুনা ও কুমিল্লায় ৩ জন.

অপরিচিত লেখক - শীতের সকাল
কুয়াশা যেনো চারপাশের প্রকৃতিকে মনোরম করে তুলেছিল। সূর্য যখন তার রূপালী আলো কুয়াশা ভেদ করে চারিদিকে আলোকিত করছিল তখন যেন সবকিছু ঝলমল হয়ে উঠেছিল। কনকনে ঠান্ডায় এবং কুয়াশার কারণে ভোরের পাখিরা ও তাদের ঘর থেকে বের হয়নি। মাঠে সরিষা ফুলের মিষ্টি সুভাষ বাতাসকে ভরিয়ে দিয়েছিল এবং শান্ত পরিবেশ সৃষ্টি করেছিল। শীতের সকালটা ছিল পিঠা খাওয়ার আনন্দের সময়। যদিও এটি আনন্দটি সবার জন্য ছিল না, গ্রামের দরিদ্র পরিবারগুলো খুব কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছিল। তাদের কাছে পর্যাপ্ত শীতের পোশাক না থাকায় তারা শীতের.

nirej - প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠক নিয়ে আজ বুধবার যৌথ বিবৃতি প্রচার করা হয়েছে। ৩৩ অনুচ্ছেদের ওই বিবৃতিতে রাজনীতি, নিরাপত্তা, প্রতিরক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, সংযুক্তি, পানিসম্পদ, উন্নয়ন-সহযোগিতা, সাংস্কৃতিক, জনগণের মেলবন্ধনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার সব বিষয়ে আলোচনা করেছেন। সীমান্তে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় দুই শীর্ষ নেতা সন্তোষ প্রকাশ করেন। দুই পক্ষ সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে সম্মত হয়েছেন।.

নাকানো - উৎপাত
ঈশ্বর, কর্তৃপক্ষ, কৃষক, কাঞ্চন, করুনাময়, কৃষ্ণ, রুপের, রূপগঞ্জ, প্রস্ফটিত, প্রতিস্থাপন, পুনরায়, প্রক্রিয়াকরণ, অঞ্চল, তন্নধ্যে, বঞ্চিত, ত্যজ্যো, অনরূপ, লালপুর, গৌরাঙ্গ বস্ত্রালয়, দূর্গাপুর, ঈশ্বরদী, বিবিসি বাজার, রূপপুর, পাকশী, হটাৎ পাড়া, নতুন হাট, বড়ই চড়া, আলহ্বাজ মোড়, আলোবাগ, পোষ্ট অফিস, বাস টার্মিনাল, রেলওয়ে ষ্টেশন, তালতলা, সাড়া-ঘাট, বড় সাঁকো, সাঁড়া গোপালপুর, পেয়ারপুর, বাঘমারা, বানেশ্বর, চাপাইনবাবগঞ্জ, মেহেরপুর, কষ্টিয়া, আমলা, মুজিবনগর, গৌরিপুর, চুয়াডাঙ্গা, গৌরনদী, মাহিলারা, বারমাইল, আটমাইল,।.

মোঃ রেজাউল করিম - নাকানো ইন্টারন্যশনাল কোঃ লিঃ
নাকানো ইন্টারন্যশনাল কোম্পানী লিমিটেঢ একটি জাপানীজ প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের আওতাভুক্ত ঈশ্বরদী ইপিজেড এ অবস্থিত।.

রিনময় - সাপ্তাহিক বাবা ১
স্কুল জীবনের পড়াশুনা সবাই বাবার স্কুলে করেছি, কলেজ পর্যায়ে গিয়ে সবার পড়াশুনার ব্যয়ভার বহন করা বাবার জন্য ভীষণ কষ্টসাধ্য ব্যাপার ছিল ৷ আমরা ভাই-বোনেরা অতি মেধাবী না হলেও মেধাবী ছিলাম ৷ তাই বেশ কষ্ট করে হলেও সবাই পড়াশুনা শেষ করেছে ৷ বাবা আমাদেরকে অনেক শক্ত ভাবে মানুষ করেছেন ৷ সব সময় বলতেন - 'সব কাজই মন দিয়ে করবে, আমি যেন বলতে পারি আমার ছেলে মেয়েরা সব কাজ পারে ' ৷ আট বছর বয়সে এতিম হয়ে যাওয়া একজন মানুষ কিভাবে শিক্ষা-দীক্ষায় স্বয়ংসম্পূর্ণ হয়েছিল - বাবার সেই সব বাস্তবতা আমাদের কাছে আদর।.

রিনময় - সাপ্তাহিক বাবা ৩
অনার্স লাইফে হলে সিট পেলাম, জীবনে প্রথমবার বাড়ি ছেড়ে দূরে থাকা ৷ মন্নুজান হলের নতুন বিল্ডিং, ফার্নিচার ও তৈরী হয়নি ৷ হল সুপার বললেন - আপাতত তোমরা দু'হাত চওড়া একটা খাট নিয়ে এসে উঠে যাও ৷ বাবা বাজার থেকে খাট কিনে আনলেন কিন্তু চারপাশে পালঙ্কের মত স্ট্যান্ড দেওয়া ৷ সবাই অবাক! এটা আবার কী? বাবা বেশ সিরিয়াস ভঙিতে বললেন - আমার মেয়েটা কখনও মশারি টানাতে চায় না, তাই আমি এভাবে রেডি করে এনেছি ৷ মেয়েদের হলে স্বভাবতই পুরুষের প্রবেশ নিষেধ, সুপারের প্রবল আপত্তি দু'হাতে ঠেলে সেদিন বাবা আমার হলে ঢুকে ওই.

# এম. ইদ্রিস # - যুক্তাক্ষর
আক্কেল, টেক্কা, ডক্টর, অক্ট্রয়, রক্ত, বক্ত্র, পক্ক, ক্বণ, রুক্মিণী, বাক্য, চক্র, ক্লান্তি, পক্ষ, তীক্ষ, ইক্ষাকু, লক্ষী, সৌক্ষ্ম্য, লক্ষ্য বাক্স, সখ্য, খ্রিস্টান, রুগ্ণ, মুগ্ধ, বৈদগ্ধ্য, দোগ্ধী, ভগ্ন, অগ্নাস্ত্র, অগ্ন্যুৎপাত, অগ্ন্যাশয়, দিগ্বিজয়ী, যুগ্ম, ঐকাগ্র্য, সামগ্র্য, গ্রাজুয়েট, গ্লানি, কুতঘ্ন, অশ্লাগ্য, ঘ্রাণ, অঙ্ক, পঙক্তি, অঙ্ক্য, আকাঙক্ষা, শঙ্খ, অঙ্গ, ব্যাঙ্গার্থ, ব্যঙ্গ্যোক্তি, সঙ্ঘ, উজ্জল, জ্ঞান, বজ্র, অঞ্চল, লাঞ্ছনা, কুঞ্জ, ঝঞ্ঝা, চট্টগ্রাম, ট্রেন, ড্রাইভার, ধনাঢ্য, কন্ঠ।.

মোস্তফা তারিকুল আহসান - বাংলাদেশের উপন্যাস : একটি সরল পাঠ-২
ইউরোপীয় উপন্যাসের অনুকরণে বাংলা উপন্যাস যাত্রা শুরু করেছিল মনে করা হয়। কথাটি আংশিক সত্য। হ্যানা ক্যাথেরিন ম্যুলেন্স ফুলমণি ও করুণার বিবরণ লিখেছিলেন এদেশীয় পটভূমি নিয়ে; লেখাটি কাঁচা, ঠিক উপন্যাস হয়ে ওঠেনি। টেকচাঁদ ঠাকুর আলালের ঘরের দুলাল লিখেছিলেন, সেটাও এদেশীয় সমাজ-পটভূমি নিয়ে। এরপর বঙ্কিমচন্দ্র থেকে শুরু হয় আধুনিক তথা ইউরোপীয় উপন্যাসের প্রচলন। বঙ্কিম অসাধারণ লেখক, তবে বঙ্কিমকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, টেকচাঁদকে সেভাবে দেওয়া হয় না।.

(উৎসঃ উইকিপিডিয়া) by simanta - কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪শে মে (১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে গিয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। পরবর্তীতে তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক পরিচিতি লাভ করেন। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি।.

সদগুরু - মনকে এক কল্পবৃক্ষে রূপান্তরিত করা ৪
যোগিক লোককথায় একটি সুন্দর গল্প আছে। একজন ব্যক্তি হাঁটতে বেরিয়ে কোনওভাবে স্বর্গে পদার্পন করলেন । দীর্ঘ পথ চলার পরে তিনি কিছুটা ক্লান্ত বোধ করলেন এবং ভাবলেন, "যদি আমি কোথাও একটু বিশ্রাম নিতে পারতাম!" তিনি একটি সুন্দর গাছ দেখলেন, তার নীচে দুর্দান্ত নরম ঘাস। সে গিয়ে ঘাসের উপর শুয়ে পড়ল। ভাল করে ঘুমিয়ে, কয়েক ঘন্টা পর সে জেগে উঠলো। তখন সে ভাবলো, "ওহ! আমি ক্ষুধার্ত. আমি যদি কিছু খাবার পেতাম!" তার যেসমস্ত খাবার খেতে ইচ্ছে হচ্ছিল, সেগুলো সব তিনি চিন্তা করলেন এবং সেগুলো সব তাঁর সামনে উপস্থিত হল।.

সদগুরু - এক চিরনূতন অস্তিত্ব - উপলব্ধি, মন এবং অস্তিত্ব ১
পুরো অস্তিত্বটা সর্বদাই একেবারে নতুন। প্রতিটি মুহুর্তে আপনি যাকিছু দেখছেন- তা বিলীন হয়ে যাচ্ছে, আবার একটা কিছু তৈরী হচ্ছে, লক্ষ লক্ষ বার এটা ঘটে চলেছে। এই কারণেই গৌতম বুদ্ধ 'অনিত্য' এবং আদি শঙ্করাচার্য 'মায়ার' কথা বলেছিলেন। সবকিছু সত্যিই সবসময় সেখানে নেই। প্রতি সেকেন্ডে সবকিছু বিচ্ছিন্ন হয়ে পড়ছে, একসাথে আসছে, বিচ্ছিন্ন হচ্ছে আবার মিলিত হচ্ছে - লক্ষাধিক বার ঘটে চলেছে।.

সদগুরু - মনকে এক কল্পবৃক্ষে রূপান্তরিত করা ৩
যে মুহুর্তে আপনি জড় মনে কিছু শক্তির সঞ্চার করেন , এটি সক্রিয় হয়ে উঠবে, তবে এটি ছড়িয়ে যেতে পারে। আপনি যদি মনে আরও শক্তি সঞ্চার করেন, তবে মন এমন অবস্থায় আসবে -যেখানে মন এত ছড়িয়ে ছিটিয়ে থাকে না, তবে এটি দোদুল্যমান হয় - একদিন এটি এইভাবে, তো অন্য দিন সেইভাবে। মুহূর্তে মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে থাকার চেয়ে এটি একটি বিশাল উন্নতি, আপনি যদি এটিতে আরও শক্তি সঞ্চার করেন তাহলে এটি ধীরে ধীরে একমুখী হয়ে যায় - এটি খুবই ভাল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মন একটি সচেতন প্রক্রিয়া হওয়া উচিত।.

লালন বিশ্বসংঘ - লালন সঙ্গীত
সাম্প্রতিক কালে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি কমিশন ইউনেস্কো লালনসঙ্গীতকে বিশ্বঐতিহ্যের সংরক্ষণযোগ্য অমূল্য মহাসম্পদ বলে ঘোষণা করেছে। লালনসঙ্গীত তথাকথিত প্রমোদ-বিনোদনের লোকসঙ্গীত মোটেও নয়, সপ্তলোক ছাড়িয়ে লোকোত্তরের মহাজাগতিক সঙ্গীত। সোয়াশো বছরকাল আগে লোকান্তরিত ফকির লালনকে আমরা চিনি শুনি তাঁর কালোত্তীর্ণ কালাম বা স্বর্গীয় বাণীর কল্যাণে। অথচ তিনি নিজে কিছু লিখেননি। সবই তাঁর ওরাল ট্রাডিশানে মানে সাধকবংশ পরম্পরায় বাচিক চর্চাগত ধারাবাহিকতায় স্মৃতিশ্রুতি সূত্রে বেঁচে আছে আজও।.

আব্দুল্লাহ - চাহিদা বনাম প্রয়োজন
আল্লাহ 'আযযা ওয়া জাল ও তাঁর রাসূল সাঃ আমাদের প্রয়োজন পূরণ করতে শিখিয়েছেন। প্রয়োজন অস্বীকার করতে শেখাননি। প্রয়োজন পূরণ হবে, কিন্তু চাহিদা পূরণ হবে না। আনাস (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন - আদম সন্তান যদি দু'টি মাঠ ভর্তি সম্পদের অধিকারী হয়ে যায় তাহলে সে তৃতীয় মাঠ ভর্তি সম্পদ খুঁজে বেড়াবে। আদম সন্তানের পেট-মাটি ছাড়া কোন কিছুই ভরাতে পারে না। যে ব্যক্তি তাওবাহ্ করে আল্লাহ তার তাওবাহ কবূল করেন। (সহীহ মুসলিম- ২২৮৩, ই.ফা).

সদগুরু - এক চিরনূতন অস্তিত্ব - উপলব্ধি, মন এবং অস্তিত্ব ২
অস্তিত্ব সর্বদাই নতুন - এটি কেবলমাত্র এই মুহুর্তেই রয়েছে। এটি সৃষ্টি হয়, বিলীন হয়, আবার সৃষ্টি হয়। পুরো সৃষ্টিই এই নীতির উপর ভিত্তি করে রয়েছে। অস্তিত্বে একমাত্র যে জিনিসটি "পুরানো" কে বয়ে বেড়ায় সেটি হল আপনার মন। আপনি যখন নিজের মনের মধ্য দিয়ে কাজ করেন তখন সমস্ত কিছু - বস্তু এবং মানুষ - পুরানো হয়ে যায়। আপনি যদি সবকিছুকে যেমন আছে তেমনটি দেখেন, তবে সবকিছু সর্বদাই সজীব।.

লালন বিশ্বসংঘ - ফকির লালন শাহ
ফকির লালন শাহের জন্ম ১৭৭২ সালের ৮ মার্চ দোলপূর্ণিমালগ্নে অবিভক্ত ভারতের বঙ্গ প্রদেশের (তৎকালীন যশোহর জেলা এবং বর্তমানে ঝিনাইদহ জেলার) হরিণাকুণ্ড থানার অন্তর্গত হরিশপুর গ্রামে। তখনকার দিনে হরিশপুর ও আশেপাশের গ্রামগুলোয় 'ধুয়োজারি' গানের ব্যাপক প্রচলন ছিল। এ গানের গায়কগণ সমাজে 'বয়াতি' নামে পরিচিত ছিল। বাল্যকাল থেকে লালন এ গানে আকৃষ্ট হয়ে পড়েন। প্রথমে শ্রোতা ও পরে গায়ক হিসেবে তিনি এ গানের জগতে যোগ দেন। অল্পদিনে বয়াতিরূপে তিনি সুপরিচিত হয়ে ওঠেন।.